নেইমার, অযথা নাটক করো না : জিকো

নেইমার, অযথা নাটক করো না : জিকো

ঢাকা, ২৭ জুন (জাস্ট নিউজ) : ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়রকে খেলার মাঠে নাটক করতে নিষেধ করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিকো। সুইজারল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে সেলেসাওদের এই খেলোয়াড়ের বারবার মাঠে পড়ে যাওয়া নিয়ে ব্শ্বিব্যাপী সমালোচনার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন সাবেক এই ব্রাজিলিয় খেলোয়াড়।

দুটি ম্যাচেই জোরালো ফাউল না হলেও নেইমার পড়ে গিয়ে বারবার ধরা পড়েছেন ক্যামেরায়। এতেই বিরক্ত জিকো। তিনি বলেছেন, স্কিলের কারণেই নেইমারকে চেনে বিশ্ব। কিন্তু ও এখন খেলার মাঠে পড়ে যাওয়ার নাটক করে। এটা ওর ধরণ না। নেইমারকে নিজের স্কিলে খেলতে হবে।

নেইমারের উদ্দেশে জিকো বলেন, ‘জুনিয়র.. তুমি পরিচিত তোমার ফুটবল স্কিলের কারণে। আধুনিক ফুটবলে এমন স্কিল অন্য খেলোয়াড়দের মধ্যে খুঁজে পাওয়া কঠিন। মাঠে খেলো, অযথা নাটক করো না।’

এমনকি সার্বিয়াকে কঠিন প্রতিপক্ষ মন্তব্য করে জিকো নেইমারকে উদ্দেশে আরও বলেন, ‘নেইমার, মাই বয়, মনে রেখ-সার্বিয়া কিন্তু জোনাল মার্কিং করবে। আর নির্মমভাবে শারীরিক বল প্রয়োগ করার চেষ্টা করে তোমাকে থামানোর চেষ্টা করবে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তোমার স্কিলকে পুরোপুরি ব্যবহার করা। ওরা যদি বল প্রয়োগের রণনীতি নেয়, তাহলে ওদের অর্ধে সাহস করে ঢুকে তোমার স্কিলেই সার্বিয়াকে ধরাশায়ী করতে হবে। বোকামি করে নাটক করার দরকার নেই। চারদিকে ক্যামেরা রয়েছে। ধরা পড়লে সেটা তোমার ভাবমূর্তির জন্য ভাল হবে না। গোটা বিশ্ব ব্রাজিলের দশ নম্বরকে চিরকাল সম্মানের চোখে দেখেছে। সেটা মাথায় রেখে যা করার তাই করো।’

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০২৩ঘ.)