বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় জার্মানির

বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় জার্মানির

ঢাকা, ২৭ জুন (জাস্ট নিউজ) : প্রথম রাউন্ডে এমন শিরোনাম দেখতে হবে এটা বোধহয় স্বপ্নেও ভাবেননি কোনো ফুটবলভক্ত। তবে রাশিয়া বিশ্বকাপে অন্য এক চিত্রনাট্য রচনা করে যাচ্ছেন ফুটবলবিধাতা। যেখানে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হলো জার্মানির মতো হেভিওয়েট দলকে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে জার্মানরা। তবে এবারের আসরে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েও বিদায় নিতে হলো এশীয় দলটিকে।

খেলার সব ধরণের সমীকরণকে টপকে দিলো দক্ষিণ কোরিয়া। খেলার শেষ মুহূর্তে জার্মানির জালে গোল করে কোরিয়া। তবে রেফারির অফসাইড কল দিলেও ভিডিও আম্পেয়ায় গোলের সিদ্ধান্ত দেয়। এরই মধ্যে আবারো জার্মানির বারে গোল করে কোরিয়া। এতে কোরিয়া দুই গোলে এগিয়ে থাকে।

খেলার বেশিরভাগ নিয়ন্ত্রণ ছিল জার্মানির হাতে। রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় মেক্সিকোর বিপক্ষে পরাজয় শুরু জার্মানির।

কাজান অ্যারেনায় দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার জন্যই মাঠে নামে জার্মানি। ম্যাচের পুরো সময় আধিপত্য ধরে রেখেও শেষ পর্যন্ত জয় পায়নি জোয়াকিম লোর দল। উল্টো খেলার একেবারে শেষ সময়ে দুটি গোল হজম করে বিশ্বকাপ থেকেই বিদায় নিতে হলো ফুটবল বিশ্বের অন্যতম সফল দলটিকে।

কোরিয়ার বিপক্ষে ৭৬ শতাংশ বলের দখল রাখে জার্মানি। ১৩ বার কোরিয়ার গোলমুখে শট নিয়ে একবারও জালে বল জড়াতে পারেনি ওজিল-রিউসরা। পক্ষান্তরে মাত্র পাঁচটি শট নিয়েই দুবার জার্মানদের জাল কাঁপিয়ে তোলে এশীয়রা।



স্বভাবসুলভ আক্রমণ দিয়েই ম্যাচের শুরুটা করেছিল জার্মানি। প্রথম আধা ঘন্টায় জার্মানদের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিল কোরিয়ার রক্ষণভাগ। কোরিয়ার জালে বল না জড়ানোর কৃতিত্ব দলটির গোলরক্ষক চো হিউ উনের। দুর্দান্ত সব সেভ করেছেন গোলপোস্টের এই অতন্দ্রপ্রহরী।

দ্বিতীয়ার্ধেও দারুণ খেলতে থাকে জার্মানি। ওজিল-মুলার-গোমেজদের একের পর আক্রমণ আছড়ে পড়তে থাকে কোরিয় রক্ষণভাগে। তবে গোলরক্ষককে কোনোভাবেই ফাঁকি দেওয়া সম্ভব হয়নি।

ম্যাচটা যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল ঠিক তখন গোল করে জার্মানির স্বপ্ন গুড়িয়ে দেন কিম ইয়ং গোয়ন। ম্যাচের তখন ৯২ মিনিট চলছে। ওদিকে খবর চলে এসেছে সে মেক্সিকোকে গুড়িয়ে দিয়েছে সু্ইডেন। বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে গোল করতে হবে। এটা ভেবেই জার্মানির পুরো দলই উঠে এলো আক্রমণে। ম্যাচের শেষ মিনিটে উঠে আসেন গোলরক্ষক ম্যানুয়েল নয়ারও। এই সময়ে ফাঁকা গোল পোস্ট পেয়ে গোল করেন সং ইয়ং মিন।

এই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো জার্মানদের। এর আগে কোনো বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ পড়তে হয়নি দলটিকে।

দক্ষিণ কোরিয়া একাদশ : জো হিউন উ (গোলরক্ষক), লি ইয়ং, ইউন ইয়ুং সুন, হং চুল, কিম ইয়ুং গুন, জ্যাং হিউন সু, জাং উ ইয়ং, মুন সিওন-মিন, লি জায়ে-সুং, সন হিউং মিন, কো জা সেউল ।

জার্মানি একাদশ : ম্যানুয়েল নুয়্যার (গোলরক্ষক), হোনাস হেক্টর, ম্যাটস হামেলস, নিকলাস শুলে, জসুয়া কিমিচ, স্যামি খেদিরা, টনি ক্রুস, মেসুত ওজিল, লিওন গোরেতজা, টিমো ওয়ার্নার, মার্কো রেউস ।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২২০৪ঘ.)