আইরিশদের বিপক্ষে ৪ উইকেটে জয় মেয়েদের

আইরিশদের বিপক্ষে ৪ উইকেটে জয় মেয়েদের

ঢাকা, ২৮ জুন (জাস্ট নিউজ) : স্বাগতিক আইরিশ মেয়েদের বিপক্ষে সফরের প্রথম টি২০ তে ৪ উইকেটে জয় পেয়েছে টাইগ্রেসরা। বৃহস্পতিবার ডাবলিনে বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকদের। টাইগ্রেস পেসার জাহানারা আলমের দুর্দান্ত বেলিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে স্বাগতিকরা। ক্লেয়ার শিলিংটনকে এলবিডব্লিউ করে ম্যাচের প্রথম ওভারেই প্রথম শিকার ধরেন জাহানারা। নিজের পরের ওভারের প্রথম বলে ফেরান সিসিলিয়া জয়েসকে। ২ ওভারের প্রথম স্পেলে ১৩ রানে জাহানারার উইকেট ছিল দুটি।

শেষ স্পেলে বোলিংয়ে ফেরেন ১৭তম ওভারে। এবার এক ওভারেই নেন কিম গার্থ ও আইমিয়ার রিচার্ডসনের উইকেট। নিজের শেষ ওভারের প্রথম বলে ইসাবেল জয়েসের ব্যাটের কানায় লেগে হয় বাউন্ডারি। পরের বলেই বাংলাদেশের সামনে মূল বাধা হয়ে থাকা ইসোবেলকে বোল্ড করেন ৪১ রানে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ডের মেয়েরা।

জবাবে খেলতে নেমে নিগার সুলতানারা দায়িত্বশীল ব্যাটিংয়ের ভর করে ৬ উইকেট হারিয়ে ১৩৫ তুলে জয়ের বন্দরে পৌছে যায় টাইগ্রেসরা। বাংলাদেশ মেয়েদের পক্ষে সর্বোচ্চ রান করেন নিগার সুলতানা ৪৬।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এর আগে ৪ উইকেট ছিল কেবল একজনেরই।২০১২ এশিয়া কাপে গুয়াংজুতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন সালমা খাতুন। ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড রুমানা আহমেদের।২০১৩ সালেই ভারতের বিপক্ষে আহমেদাবাদে ৪ উইকেট নিয়েছিলেন ২০ রানে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২৩৪০ঘ.)