প্রথমার্ধে গোলশূন্য ব্রাজিল-মেক্সিকো

প্রথমার্ধে গোলশূন্য ব্রাজিল-মেক্সিকো

ঢাকা, ২ জুলাই (জাস্ট নিউজ) : প্রথমার্ধে কোনো গোল হলো না। বারবার আক্রমণে গিয়েও গোলের দেখা পায়নি ব্রাজিল। আক্রমণে গিয়েছে মেক্সিকোও। কিন্তু তাদের আক্রমণে জাল খুঁজে পায়নি বল। যারা ফলে প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ব্রাজিল। ৫৫ শতাংশ সময় ধরে তারা বল দখলে রেখেছে। আর ৪৫ শতাংশ সময় ধরে বল দখলে রাখে মেক্সিকো।

খেলার ৩৮ মিনিটে বল দখল করতে গিয়ে নেইমারের পায়ের উপর গিয়ে পড়েন মেক্সিকোর এডিসন আলভারেজ। ফ্রি-কিক পায় ব্রাজিল। ডি বক্সের অনেক দূর থেকে নেইমারের নেয়া শটটি বারের কিঞ্চিত উপর দিয়ে চলে যায়।

রাশিয়া বিশ্বকাপে ট্রফির লড়াইয়ে আর্জেন্টিনা, স্পেনসহ আলোচিত দলের বেশিরভাগই ইতিমধ্যে বিদায় হয়ে গেছে। ফুটবল বিশ্লেষক, বিশ্বকাপের আয়োজক ও সমর্থকরা স্বাভাবিকভাবেই মনে করেছিলেন এবারের ফাইনাল খেলবে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি বা স্পেনের মতো ফেভারিট দলগুলো। কিন্তু তারা হতাশ করেছে। আর্জেন্টিনার কট্টর সমর্থকদের কাছে মেসিবিহীন এ বিশ্বকাপের আমেজ এখন আর নেই।

তবে আশা জাগিয়ে রেখেছে নেইমারদের ব্রাজিল। আজকের ম্যাচটি ব্রাজিল-মেক্সিকো উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। হেরে গেলেই বিদায় নিতে হবে। সেই সমীকরণ থেকে উভয়ের লক্ষ্য জয়।

সমীকরণ বলছে ১৯৯০ সালের পর থেকে কখনও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বাদ পড়েনি ব্রাজিল। অন্যদিকে শেষ ছয় বিশ্বকাপেই দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেছে মেক্সিকো।

বিশ্বকাপের মঞ্চে চারবারের সাক্ষাতে একবারও ব্রাজিলকে হারাতে পারেনি মেক্সিকো, হজম করেছে ১১ গোল। সামারায় আজ মেক্সিকোর ফুটবলাররা কি পারবেন অতীতের সেই বাজে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে? সেটাই দেখার বিষয়।

ব্রাজিল একাদশ : অ্যালিসন, থিয়াগো সিলভা (অধিনায়ক), মিরান্দা, ফ্যাগনার, ফিলিপে লুইস, কৌতিনহো, ক্যাসেমিরো, পওলিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল হেসুস এবং নেইমার।

মেক্সিকো একাদশ : গুইলের্মো ওচোয়া (গোলরক্ষক), আয়ালা, কার্লোস স্যালসেদো, রাফা মারকুয়েজ (অধিনায়ক), এডসন আলভারেজ, কার্লোস ভেলা, আন্দ্রেস গুয়ার্দাদো, হেক্টর হেরেরা, হ্যাভিয়ের হার্নান্দেজ, হার্ভিং লোজানো, গালার্দো।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০৪৮ঘ.)