রাশিয়ার জবাব আমাদের জানা আছে : ক্রোয়েশিয়ার গোলরক্ষক

রাশিয়ার জবাব আমাদের জানা আছে : ক্রোয়েশিয়ার গোলরক্ষক

ঢাকা, ৫ জুলাই (জাস্ট নিউজ) : বিশ্বকাপের শুরুতে ক্রোয়েশিয়া দিকে ফুটবলভক্তদের মনোযোগ না থাকলেও দলটি ঘটিয়ে যাচ্ছে নানা অঘটন। বিশ্বকাপে দারুণ খেলছে ক্রোয়েশিয়া। নিজেদের সব কটি খেলা জেতার পর গ্রুপ ডি থেকে ক্রোয়েশিয়া শেষ ষোলোতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওঠে। শেষ ষোলোর বাধা টপকায় তারা ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে।

আগামী শনিবার মুখোমুখি হবে আয়োজক দেশ রাশিয়া ও ক্রোয়েশিয়া।

রাশিয়া শেষ ম্যাচে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়েছে তারা। তাই কেবল বিশেষজ্ঞরাই নয়, ফুটবলপ্রেমী সবাই ভাবছেন কোয়ার্টার ফাইনালে এই দুই দেশের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

তবে রাশিয়ার দিকে ঝুঁকেপড়া ফুটবলবোদ্ধাদের জবাব দিচ্ছেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দানিয়েল সুবাসিচ। ডেনমার্কের বিপক্ষে অসাধারণ গোলরক্ষা করে মহানায়ক হয়ে ওঠা সুবাসিচ দাবি করছেন, রুশ আগ্রাসনের চ্যালেঞ্জ সামলানোর জন্য তারা তৈরি আছেন।

সুবাসিচ বলেন, ‘ওরা নিজেদের মাঠে খেলবে। প্রচুর সমর্থনও থাকবে তাদের। এমনিতে দলটিও বেশ ভালো। তবে শনিবার আমরাও যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকব।’ তিনি সঙ্গে আরও যোগ করেন, ‘এই রাশিয়ার জবাব আমাদের কিন্তু জানা আছে।’

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২১৫৯ঘ.)