দেশে ফিরে বিশ্বজয়ীর সম্মান পেল ক্রোয়েশিয়ার ফুটবলাররা

দেশে ফিরে বিশ্বজয়ীর সম্মান পেল ক্রোয়েশিয়ার ফুটবলাররা

ঢাকা, ১৭ জুলাই (জাস্ট নিউজ) : ফাইনালে ফ্রান্সের কাছে ২-৪ গোলে হেরেও দেশে ফিরে বীরের মতো সংবর্ধনা পেল ক্রোয়েশিয়া। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেও হাতছাড়া হয়েছে বিশ্বজয়ের স্মারক। তবু এতটুকু খেদ নেই ক্রোয়েটদের। বিশ্বকাপের মঞ্চে দেশকে নতুন উচ্চতায় তুলে ধরা ফুটবলারদের বীরের সম্মানে বরণ করে নিল ক্রোয়েশিয়া।

প্লেন অবতরণ থেকে শুরু করে বাসে রাজপথে মদ্রিচদের অভিবাদন গ্রহণ, লক্ষাধীক ক্রোয়েশিয়ান উন্মত্ত চিৎকারে উৎসবমুখর করে তোলে রাজধানী জাগরেবের আকাশ-বাতাস। ফুটবলাররাও সমর্থকদের কৃতজ্ঞতা জানাতে পিছপা হননি। সমর্থকদরে সঙ্গে হাসি-কান্না, নাচে-গানে একাত্ম হয়ে যান মান্দজুকিচ-রাকিটিচরা।

মাত্র ৪.২ মিলিয়ন মানুষের ছোট্ট দেশ ক্রোয়েশিয়া। এদিন মদ্রিচ-রাকিতিচদের বরণ করতে রাস্তায় নেমে আসে সাড়ে ৫ লক্ষ মানুষ। যা দেশটির মোট জনসংখ্যার ১০ ভাগ। নেচে গেয়ে তারা স্বাগত জানায় জাতীয় বীরদের।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৩২ঘ.)