সাকিবের পর মুশফিক সাজঘরে, বাংলাদেশ ১৫৩/৩ (ওভার ৩১)

সাকিবের পর মুশফিক সাজঘরে, বাংলাদেশ ১৫৩/৩ (ওভার ৩১)

ঢাকা, ২৮ জুলাই (জাস্ট নিউজ) : প্রথম দুই ওয়ানডের পুনরাবৃত্তি দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দায়িত্বশীল জুটি গড়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। এরপর সাকিব ৩৭ রানে আউট হলে টাইগারদের স্কোর দাঁড়ায় ৩১.১ ওভারে ৩ উইকেটে ১৫২ রান।

শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে শুরু হওয়া ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় ৩৫ রানে মাত্র ১০ রান করা বিজয়কে হারায় বাংলাদেশ। হোল্ডারের বলে কাইরন পাওয়েলের হাতে তিনি ধরা পড়েন।

তৃতীয় উইকেট জুটিতে এখন পর্যন্ত তামিম ৮৩ রানে অবিচ্ছিন্ন রয়েছেন। মাহমুদউল্লাহ (৪) রানে ব্যাট করছেন।

বাংলাদেশ এ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে। অন্য দিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দলে ফিরেছেন কাউরান পাওয়েল এবং শেল্ডন কটরেল। দল থেকে বাদ পড়েছেন জেসন মোহাম্মদ এবং আলজারি জোসেফ।

ব্যাটিং উইকেট বলে সেন্ট কিটসের বেশ নাম আছে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যানদের জন্য বেশ উদার কিটসের উইকেট। বল কিছুটা বাউন্স হবে। তবে বল সহজে ব্যাটে আসবে বলে পিস রির্পোটে উল্লেখ করা হয়েছে। এছাড়া সেন্ট কিটসের বাউন্ডারি ছোট হওয়ায় এখানে রান করা ব্যাটসম্যানদের জন্য কিছুটা সহজ।

টস জিতে ব্যাট করার ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, 'আশা করছি শুরুতে আমরা ভালো ব্যাট করতে পারবো এবং তাদের সামনে ভালো লক্ষ্য দাঁড় করাতে পারবো।' ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোল্ডার বলেন, 'আমরা এ ম্যাচে তিন বিভাগেই ভালো করতে চাই।'

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, আনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, ইভান লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), কাউরান পাওয়েল, সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, দেবেন্দ্র বিশু, কেমো পাওয়েল, আসলি নার্স, শেল্ডন কটরেল।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২১২০ঘ.)