জয়ের পর যা বললেন মাশরাফি

জয়ের পর যা বললেন মাশরাফি

ঢাকা, ২৯ জুলাই (জাস্ট নিউজ) : দীর্ঘ ৯ বছর পর ফের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে গেইলদের ১৮ রানে হারিয়ে রোমাঞ্চকর জয় উপহার দিয়েছে মাশরাফি বাহিনী। অথচ কয়দিন আগে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্টে কী লজ্জাজনক হারটাই না হেরেছে সাকিব-মুশফিকরা। আর ঠিক উল্টোটা ঘটেছে ওয়ানডেতে। যদিও দ্বিতীয় ওয়ানডেতে জয়ের কাছে গিয়ে হেরেছে টাইগাররা। না হলে তো হোয়াইট ওয়াশ হতো ক্যারিবীয়রা।

আর সিরিজে জয়ের পর সাক্ষাৎকারে মাশরাফির কণ্ঠেও সেই সুর, ‘ক্রিকেট হচ্ছে একটা মানসিক গেম, তবে আমাদের ছেলেরা প্রথম ওয়ানডে থেকেই ঘুরে দাঁড়িয়েছে। যদিও দ্বিতীয় ওয়ানডেতে আমরা হেরেছিলাম, তবে ওই ম্যাচের পুরোটা জুড়েই আমাদের আধিপত্য ছিল। সবাই ভাল ফর্মে আছে, তবে তরুণদের জেগে উঠতে হবে। আমাদের বোলাররা তিন ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছে। এখন আমাদের টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে হবে। কারণ ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে বিশ্ব সেরা দল’

(জাস্ট নিউজ/এমআই/০৯৫৫ঘ.)