রুবেলকে শাস্তি দিলো আইসিসি

রুবেলকে শাস্তি দিলো আইসিসি

ঢাকা, ২৯ জুলাই (জাস্ট নিউজ) : ডেথ ওভারে বল হাতে এসেছিলেন রুবেল। ৪৯তম ওভারে দুর্দান্তভাবে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেন তিনি। প্রতি বলে এক রানের বেশি নিতে পারেনি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ওই ওভারেই প্রায় জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। আর এই জয়ের রুবেলের অবদান অনেকটাই। কিন্তু তাকেই এখন আইসিসি'র শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। কারণ ম্যাচ চলাকালীন প্রতিপক্ষকে বাজে কথা বলেছেন এই পেসার।

২৮তম ওভারের ঘটনা। শিমরন হেটমায়ারের ব্যাটের কানায় লেগে বাউন্ডারি হলে রুবেল বাজে কথা বলেন যা আইসিসির নীতি বহির্ভূত। স্টাম্প মাইকে রুবেলের সেই কথা ধরা পড়ে। ম্যাচ শেষে নিজে দোষ স্বীকারও করে নেন তিনি। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এর জন্য আনুষ্ঠানিকভাবে রুবেলকে তিরস্কার করেছে আইসিসি। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে। এ নিয়ে রুবেলের ডিমেরিট পয়েন্ট দুটি। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল রুবেলের নামের পাশে।

(জাস্ট নিউজ/একে/১৯২৩ঘ.)