ত্রিদেশীয় সিরিজে সাকিবদের ‘টেকনিক্যাল ডিরেক্টর’ সুজন

ত্রিদেশীয় সিরিজে সাকিবদের ‘টেকনিক্যাল ডিরেক্টর’ সুজন

ঢাকা, ২৩ ডিসেম্বর (জাস্ট নিউজ) : জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের ‘টেকনিক্যাল ডিরেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান।

দশ বছরেরও বেশি সময় পর বাংলাদেশের মাটিতে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক দল ছাড়াও অংশ নিবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ দল।

ত্রিদেশীয় সিরিজের আগে প্রাথমিক দল ঘোষণা করার কথা রয়েছে বিসিবির। প্রাথমিক দল গঠনের জন্য জাতীয় দলের নির্বাচকরা শনিবার বৈঠকে বসেছেন।

নির্বাচকদের বৈঠক চলা অবস্থায় জাতীয় দলের সাবেক অধিনায়ক আকমার খান জানিয়েছেন, ‘ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন, খালেদ মাহমুদম সুজন।’ এতদিন জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন সাবেক অধিনায়ক সুজন।

সাকিব-তামিমদের কোচিংয়ের দায়িত্ব থেকে চন্দ্রিকা হাথুরু সিংহে অব্যহতি নেয়ার পর থেকেই ভালো মানের কোচ খুঁজে আসছে বিসিবি। প্রধান কোচ কে হবেন, তা এখনও চূড়ান্ত করতে পারেনি দেশের ক্রিকেট বোর্ড। প্রধান কোচ নিয়োগের আগে সাকিব-তামিমদের জন্য একজন ব্যাটিং পরামর্শক নিয়োগ দিতে ইচ্ছুক বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবির পরিচালক আকরাম খান শনিবার জানান, ‘দ্রুতই ব্যাটিং পরামর্মক নিয়োগ দেয়া হবে।’

বিসিবির একটি সুত্রে জানাযায়, জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান নিল মেকেঞ্জিকে নিয়োগ দেয়া হতে পারে।

(জাস্ট নিউজ/জেআর/১৫৪০ঘ.)