কিংবদন্তি হওয়ার খুব কাছে চলে এসেছে বিরাট : ধোনি

কিংবদন্তি হওয়ার খুব কাছে চলে এসেছে বিরাট : ধোনি

ঢাকা, ৮ আগস্ট (জাস্ট নিউজ) : এজবাস্টন টেস্টে ভারত হারলেও বিরাটের দুরন্ত ব্যাটিংয়ে মুগ্ধ গোটা ক্রিকেটবিশ্ব। প্রথম ইনিংসে টেল এন্ডারদের নিয়ে দুরন্ত ১৪৯ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে আবার ৫১ রান। বিরাটের পাশাপাশি আর একজন ব্যাটসম্যান নিজেকে মেলে ধরতে পারলে ইংল্যান্ড নয়, এজবাস্টনে জিততে পারতো ভারতই। তবে একটা বিষয় নিশ্চিত যে,সিরিজের বাকি টেস্টেও ইংলিশ বোলারদের রাতের ঘুম উড়ে যাবে বিরাটকে আটকানোর জন্য।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন। এখন লাল বলের ক্রিকেটে দুনিয়ার সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তার এমন দারুণ নৈপুণ্যে খুশি মহেন্দ্র সিং ধোনিও। তিনি বলেছেন, ‘‌টেস্ট ম্যাচ জিততে হলে ২০ উইকেট তুলে নিতে হবে বিপক্ষের। এজবাস্টনে আমাদের বোলাররা সেই কাজটা দক্ষতার সঙ্গে করেছে। তুমি কত ভাল ব্যাট করলে, কতক্ষণ উইকেটে থাকলে, তারচেয়েও জরুরি বিপক্ষের ২০ উইকেট তুলে নেওয়া।’‌

ইংলিশদের ব্যাটিংয়ে যে সীমাবদ্ধতা রয়েছে তা বার্মিংহামে স্পষ্ট হয়ে গেছে। ইশান্ত-অশ্বিন মিলে ইংলিশদের ১৩ উইকেট তুলেছেন। আক্ষেপ একটাই। কোহলির সঙ্গে উইকেটে কেউ দাঁড়াতে পারলে সিরিজে ০-১ পিছিয়ে যেতে হত না। তাই ধোনি বলেছেন, ‘‌বিরাট সেরা ব্যাটিংটা করেছে। কিংবদন্তি হওয়ার দিকে অনেকটাই এগিয়ে গেছে বিরাট। আমি তো দারুণ খুশি। বেশ কয়েকটা বছর ধরে বিরাট যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। বিরাট হল সত্যিকারের নেতা। শুভেচ্ছা রইল ওর জন্য।’‌

(জাস্ট নিউজ/জেআর/৯৩৫ঘ.)