নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

ঢাকা, ১৩ আগস্ট (জাস্ট নিউজ) : নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল।

সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোমবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। দুই দলেরই সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামে বাংলাদেশ-নেপাল।

ম্যাচের প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে তহুরা খাতুনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর ৫১ মিনিটে বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্ডা ব্যবধান দ্বিগুণ করেন। ৬৭ মিনিটে তৃতীয় গোলটি করেন সাজেদা খাতুন।

এর আগে গ্রুপ পর্বের ম্যাচে নেপালের কাছে ৪-০ গোলে হেরে নবাগত পাকিস্তান বিদায় নিলে শেষ চারে জায়গা করে নেয় তহুরারা। আজকের ম্যাচটি তাই গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে পরিণত হয়। আর তাতে ৩-০ গোলের জয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে স্মির লড়াইয়ে নামবে বাংলাদেশ।

তবে হেরে গেলেও সেমিফাইনালে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গী নেপালও। পাকিস্তানকে হারিয়ে নেপাল নিশ্চিত করেছে সেমিফাইনাল। আজ নেপালকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছেন মারিয়া মান্ডারা।

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

এদিকে ‘এ’ গ্রুপে টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে শ্রীলঙ্কা ছিটকে যাওয়ায় ভুটানের সঙ্গে সেরা চারে উঠেছে ভারত। সোববার (১৩ আগস্ট) অন্য ম্যাচে স্বাগতিক ভুটানকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে ভারত।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০৫৭ঘ.)