প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-ভারত

প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-ভারত

ঢাকা, ১৮ আগস্ট (জাস্ট নিউজ) : সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলার মধ্যাহ্ন বিরতি চলছে। মধ্যাহ্নের আগে প্রথমার্ধে বাংলাদেশ-০ ও ভারত-০।

শনিবার ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। দুই দলই শক্তিশালী। তাই প্রথমার্ধে উভয় দলই ছিল সমানে সমান। আক্রমণ-পাল্টা আক্রমণ বেশ হয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দল।

‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। গ্রুপ পর্বে পাকিস্তানকে ১৪-০ ও নেপালকে ৩-০ হারায় বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনাল ম্যাচে স্বাগতিক ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে লাল-সবুজ জার্সিধারীরা।

অন্যদিকে, গ্রুপ ‘এ’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে ভারত। গ্রুপ পর্বের ম্যাচে তারা শ্রীলঙ্কাকে ১২-০ ও ভুটানকে ১-০ গোলে পরাজিত করে। সেমিফাইনাল ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।

এই আসরের টানা দ্বিতীয় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশের কিশোরীরা।

গতবার এই ভারতেকেই ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া হয়ে আছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা।

(জাস্ট নিউজ/একে/১৯৫০ঘ.)