আর্জেন্টিনার জাতীয় দল থেকে বাদ পড়লেন মেসি!

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বাদ পড়লেন মেসি!

ঢাকা, ১৮ আগস্ট (জাস্ট নিউজ) : বিশ্বকাপে আর্জেন্টিনার বিদায়ের পরেই গেল গেল রব উঠেছিল। তবে কোপা আমেরিকায় দলের হারের পর লিওনেল মেসিসহ একাধিক ক্রিকেটার যে রকম অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন এবার ঠিক সে রকম হয়নি।

নতুন দায়িত্বে আসা কোচ লিওনেল স্কালোনি-জানিয়েছিলেন মেসির সঙ্গে কথা বলার পরেই তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানতে পারবেন। এদিকে এরমধ্যেই দুটি প্রীতি ম্যাচের জন্য দলে বাদ দিয়ে দেওয়া হলো এলএম টেনকে।

বাদের তালিকায় বার্সিলোনার মেসি ছাড়াও রয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির সার্জিও আগুয়েরো, পিএসজি'র অ্যাঞ্জেল ডি মারিয়া, এসি মিলানের হিগুয়েন ছাড়াও নিকোলাস ওটামেন্ডি, এভার বানেগারা।

দলে বেছে নিয়েছেন ২০টি নতুন ফুটবলারকে। যার মধ্যে রয়েছেন বোকা জুনিয়ার্সের স্ট্রাইকার ক্রিশ্চিয়ান পাভন, ফিওরেন্টিনার জিওভান্নি সিমিওনে। বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া ইন্টার মিলান স্ট্রাইকার মাউরো ইকার্ডিকে দলে রাখা হয়েছে।

প্রথম প্রীতি ম্যাচ ৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে গুয়াতেমালার বিরুদ্ধে। দ্বিতীয়টি ১১ সেপ্টেম্বর নিউ জার্সিতে কলম্বিয়ার বিরুদ্ধে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২২১৮ঘ.)