সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল

সাফজয়ী বাঘিনীদের প্রশংসায় মাশরাফি-সাকিবরা

সাফজয়ী বাঘিনীদের প্রশংসায় মাশরাফি-সাকিবরা

ঢাকা, ২৫ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ‘ভারতকে হারিয়ে আজ অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। কত বাধা পাড়ি দিয়ে এসে নিজেকে একজন চ্যাম্পিয়ন হিসেবে তৈরি করা যায়, তা এই বিজয়ী মেয়েদের জীবনগল্পের প্রতিটি প্যারাতে লেখা।’ এভাবেই সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল বিজয়ীদের প্রশংসায় ভাসিয়েছেন দেশের সেরা ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজে হাজারো বাধা পেরিয়ে সফল হয়েছেন বলে অজপাড়াগাঁও থেকে উঠে আসা এই কিশোরীদের জীবন-সংগ্রামটা ভালোভাবেই বোঝেন মাশরাফি।

গতকাল রবিবার সাফজয়ী কন্যাদের প্রশংসায় মাশরাফি-সাকিবরা ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ। এমন জয়ে গোটা দেশ উদ্বেলিত। বাঘিনীদের প্রশংসায় পঞ্চমুখ সর্বস্তরের মানুষ। রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রশংসায় ভাসাচ্ছেন শামসুন্নাহার-মারিয়া মান্ডাদের। বাদ যাননি ক্রীড়াঙ্গনের সেরা তারকারাও। মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদসহ অনেকেই সাফজয়ী তারকাদের প্রশংসা করেছেন।

অনূর্ধ্ব-১৫ দলকে শুভেচ্ছা জানাতে গিয়ে বাংলাদেশে জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘বাংলাদেশের মেয়েদের অসাধারণ এক শিরোপা অর্জন! মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে জানাই প্রাণঢালা অভিনন্দন।’

সদ্যবিদায়ী টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মুশি তাঁর স্ট্যাটাসে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। গ্রেট জব মেয়েরা। তোমাদের জন্য আমরা গর্বিত।’ ফাইনালের আগেও নারী দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।

অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের এমন সাফল্যে দারুণ খুশি টেস্ট দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। বাংলাদেশ দলের এই ব্যাটিং কাণ্ডারি বলেন, ‘ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় মেয়েদের জানাই অভিনন্দন।’

(জাস্ট নিউজ/জেআর/১৪২০ঘ.)