গোলরক্ষককে আঘাত করে নিষিদ্ধ অস্টিন

গোলরক্ষককে আঘাত করে নিষিদ্ধ অস্টিন

ঢাকা, ২৬ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ইংলিশ প্রিমিয়ার লিগে হুদার্সফিল্ড টাউনের বিপক্ষে সাউদাম্পটনের সবশেষ ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়েছে। ওই ম্যাচে অপেশাদার আচরণের জন্য সাউদাম্পটন স্ট্রাইকার চার্লি অস্টিনকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

শনিবারের ম্যাচে হুদার্সফিল্ডের গোলরক্ষক জোনাস লসির মুখে বুট দিয়ে আঘাত করেন সাউদাম্পটনের খেলোয়াড় অস্টিন। আর ম্যাচে এমন অপেশাদার আচরণের জন্য তাকে শাস্তি দিয়েছে এফএ।

চলতি মৌসুমে ছয় গোল নিয়ে সাউদাম্পটনের সবোচ্চ গোলদাতা অস্টিন। সদ্য পাওয়া এ নিষেধাজ্ঞার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম, ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাবে না সাউদাম্পটন।

সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন অস্টিন। হুদার্সফিল্ডের বিপক্ষে পাওয়া নিষেধাজ্ঞার দিনেও ম্যাচের ৭৯ মিনিটে চোটের কারণে তাকে মাঠ থেকে তুলে নেন দলটির কোচ। তার সদ্য পাওয়া নিষেধাজ্ঞাকে ইতিবাচকভাবে দেখছেন সাউদাম্পটন কোচ মাউরিসিও পেল্লেগ্রিনিও। নিজের চোট কাটিয়ে উঠার জন্য অস্টিন পর্যাপ্ত সময় পাবেন বলে মনে করেন তিনি।

(জাস্ট নিউজ/ডেস্ক/ওটি/১১২০ঘ.)