অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা বিসিবি'র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা বিসিবি'র

ঢাকা, ২৯ আগস্ট (জাস্ট নিউজ) : সেপ্টেম্বরে চট্টগ্রাম এবং কক্সবাজারে বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। আর ওই টুর্নামেন্ট সামনে রেখে মঙ্গলবার ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়ান ক্রিকেট কমিটির (এসিসি) ব্যানারে হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান অংশ নেবে। থাকবে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের জন্য ১৫ দিনের অনুশীলন ক্যাম্প করবে। আগামী ৩০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অনুশীলন। এরপর ঘোষণা করা হবে মূল একাদশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

ওপেনার: প্রান্তিক নওরোজ, সাজিদ হাসান, প্রিতম কুমার, তানজিদ হাসান তামিম।

মিডল অডার: পারভেজ হোসাইন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, অমিত হাসান, শামীম পাটওয়ারি, আকবর আলী।

স্পিনার: রাকিবুল হাসান, মিনহাজুর রহমান, নাঈম হাসান সাকিব।

অলরাউন্ডার: শাহাদাত হোসাইন দিপু, রিশাদ হোসাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস অরণ্য, তানজিল হোসাইন সাকিব।

পেসার: রয়েল আহমেদ, শরিফুল ইসলাম, আবদুল্লাহিল গালিব, শাহীন আলম, মেহেদী হাসান।

(জাস্ট নিউজ/একে/০০০৪ঘ.)