সন্ধ্যায় বাংলাদেশ-পাকিস্তান ফুটবল লড়াই

সন্ধ্যায় বাংলাদেশ-পাকিস্তান ফুটবল লড়াই

ঢাকা, ৬ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : সাত বছর আগে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল লড়াইয়ে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল। সেবার বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাইয়ে বাংলাদেশ ৩-০ গোলে পাকিস্তানকে হারিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে জয়ের পাল্লায় বাংলাদেশ এগিয়ে, এ পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়ে বাংলাদেশ জিতেছে সাত বার। ড্র হয় ৫ ম্যাচ। আর ২০১৩ সালে নেপালে সাফের খেলায় বাংলাদেশ হেরেছিল ১-২ গোলে। সাফ ফুটবলের আজকে খেলায় বাংলাদেশ যদি পাকিস্তানকে হারাতে পারে তাহলে সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে। আর যদি ড্র হয় তাহলেও সম্ভাবনা শেষ হয়ে যাবে না। কিন্তু হেরে গেলে বাংলাদেশ খাদের কিনারায় চলে যাবে। গ্রুপ থেকে বিদায়ের ঘন্টাও বেজে উঠতে পারে।

বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে’র কাছে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশ কি হেরেও যেতে পারে? তিনি পাল্টা প্রশ্ন তুললেন, ‘কীভাবে? আমাকে বুঝিয়ে দাও।’

উত্তর শুনে বললেন, ‘এটা তো না-ও হতে পারে। তোমরা আগে পজিটিভ দিকগুলো নিয়ে ভাবো।’ হোটেল লবিতে বাংলাদেশ দলের আলোচনায় জেমি ডে তার দল নিয়ে নানা ভাবনার কথা বলতে গিয়ে একটা বিষয় স্পষ্ট। আজকে বাংলাদেশের সামনে পাকিস্তান কঠিন দল। এই কথাটা সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে থেকেই বলছিলেন জেমি ডে। সাফের শুরুর দিন বিকালে নেপাল ও পাকিস্তানের লড়াই দেখে বাস্তবতা বুঝলেন কোচ। ভুটানের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখার আগে যারা বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাকিস্তান ও নেপালের লড়াই দেখেছেন তারা অনেক হিসাব করে দেখছেন, অনেক দিক থেকেই বাংলাদেশের ফুটবলাররা পিছিয়ে থাকবে। বাংলাদেশের ফুটবলারদের চেয়ে পাকিস্তানের ফুটবলাররা অনেক বেশি লম্বা। কোচ জেমি ডে-ও স্বীকার করে নিয়েছেন পাকিস্তানী ফুটাবলাররা যথেষ্ট শক্তিশালী। বললেন, ‘পাকিস্তানী ডিফেন্ডাররা ইউরোপে খেলেন। তারা উঁচু এবং লম্বা। ফিজিক্যালি তারা অনেক এগিয়ে।’

পাকিস্তান অনেক দিন আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে ছিল। তিন বছর আন্তর্জাতিক ফুটবল খেলেনি। ফিফার নিষেধাজ্ঞা তো ছিলই, তাদের নিজেদের মধ্যেও কোন্দল ছিল। সব কিছু ছাপিয়ে নতুন করে আন্তর্জাতিক ফুটবলে যাত্রা শুরু করেছে। দেশের বাইরে যে সব খেলোয়াড় আছে তাদেরও ডেকে এনে মাঠে নামিয়েছেন দলের ব্রাজিলিয়ান কোচ হোসে এন্টনিও। সাফে নেমে নেপালের বিপক্ষে প্রথম খেলায় ২-১ গোলে জিতেছে পাকিস্তান। এই সব কারণে বাংলাদেশের কোচ জেমি ডে বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে কঠিন লড়াই হবে।’

সাফের প্রথম খেলায় বাংলাদেশ ২-০ গোলে ভুটানকে হারিয়ে গতকাল অনুশীলন করেনি। বিকাল ৪টায় কমলাপুর স্টেডিয়ামে যাওয়ার কথা থাকলেও সেটি দুপুরেই বাতিল করেন কোচ। ভুটানের বিপক্ষে যারা খেলেননি তাদের পাঠিয়ে ছিলেন হোটেলের সুইমিংপুলে এবং বিকালে জিমে পাঠিয়েছিলেন সব খেলোয়াড়দের। হালকা গা গরমের জন্য। কিছু ফুটবলারের হালকা ব্যথা আছে। জেমি বলছিলেন, ‘খেলার পরদিন এমনটা হয়। ঘাড়ে ব্যথা, এখানে ব্যথা। আমি পরে ঠিক করে নেব কারা সেরা একাদশে থাকবে। সবাই ফিট থাকলে হয়ত ভুটানের বিপক্ষে যারা খেলেছেন তারাই খেলবেন।’ কোচ জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক থাকবেন জামাল ভুইয়া।

পাকিস্তানের কোচ হোসে এন্টনিও ধানমন্ডি শেখ জামালের মাঠে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ আমাদের চেয়ে এগিয়ে। ঘরের মাঠ, ঘরের দর্শক এটা বাড়তি সুবিধা বাংলাদেশের জন্য। নেপালের বিপক্ষে পাওয়া জয় আমাদের মানসিক শক্তি বাড়িয়ে দিয়েছে। তবে ম্যাচের কৌশল কী হবে সেটা নিয়ে এখন কিছু বলতে চাই না।’

(জাস্ট নিউজ/এমআই/১৬২০ঘ.)