ইতালিয়ান কাপ

ইন্টারকে বিদায় করে সেমিতে মিলান

ইন্টারকে বিদায় করে সেমিতে মিলান

ঢাকা, ২৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে মিলানের দুই দল হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিয়েছে। তবে শেষ হাসি হেসেছে এসি মিলানই।

বুধবার রাতে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে ইন্টার মিলানকে ১-০ ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় মিলান।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও কোনো দল গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১৪তম মিনিটে তথা খেলার ১০৪তম মিনিটে ১৯ বছর বয়সী প্যাট্রিক কার্টোনের গোলে সেমিফাইনালে জায়গা করে নেয় এসি মিলান।

সেমিফাইনালে ল্যাজিওর মুখোমুখি হবে এসি মিলান। চলতি ইতালিয়ান লিগে সময়টা ভালো যাচ্ছে না মিলানের। ফলে ইতালিয়ান কাপের শিরোপা জিতে সেই আক্ষেপ কিছুটা ঘুচাতে যায় এসি মিলান।

মিলান ডার্বির প্রথম ম্যাচে মাওরো ইকার্দির হ্যাটট্রিকে এসি মিলানকে ৩-২ গোলে পরাজিত করে ইন্টার মিলান। তবে ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ব্যাক-টু-ব্যাক হারের ধাক্কা সামলে উঠেছে মিলান।

(জাস্ট নিউজ/ওটি/১০২৫ঘ.)