এশিয়া কাপ: বাংলাদেশের ম্যাচ কখন, কোথায়?

এশিয়া কাপ: বাংলাদেশের ম্যাচ কখন, কোথায়?

ঢাকা, ১৩ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : একদিন বাদেই শুরু হতে যাচ্ছে উপমহাদেশের ক্রিকেট দলগুলো নিয়ে এশিয়া কাপ। ১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত এশিয়া কাপের আসর বসে ১৪টি। এবারের ১৫তম আসর অনুষ্ঠিত হবে আরব আমিরাতে।

বাংলাদেশের ম্যাচগুলোর সময় সূচি:

গ্রুপ: বাংলাদেশের অবস্থান ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা-আফগানিস্তান।

প্রথম ম্যাচ: এশিয়া কাপের প্রথম দিনেই (১৫ তারিখ বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। দুবাই ইন্টারন্যাশন্যাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

দ্বিতীয় ম্যাচ: গ্রুপ পর্বের শেষ ও দ্বিতীয় ম্যাচে ২০ সেপ্টেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। সময় অপরিবর্তিত থাকবে।

গ্রুপপর্বের খেলা শেষেই অনুষ্ঠিত হবে সুপার ফোর। গ্রুপপর্ব থেকে দুটি করে দল যাবে সুপার ফোরে। সুপার ফোরের সেরা দুই দল খেলবে ফাইনালে।

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তাজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং আবু হায়দার রনি।

(জাস্ট নিউজ/এমআই/১৬২০ঘ.)