১৬২ রানে অলআউট পাকিস্তান

১৬২ রানে অলআউট পাকিস্তান

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তানের ব্যাটসম্যানরা। ৪৩.১ ওভারে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে গেল তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেছেন বাবর আজম। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেছেন শোয়েব মালিক। ভারতীয় বোলারদের মধ্যে ১৫ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছেন ভুবনেশ্বর কুমার। ২৩ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছেন কেদার যাদব। ২৩ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেছেন জ্যাসপ্রীত বুমরাহ। একটি উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে আজ ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় তারা। দলীয় তিন রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন ইমাম-উল-হক। পঞ্চম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে যুজবেন্দ্র চাহালের হাতে ক্যাচ হন ফখর জামান।

এরপর ৮২ রানের পার্টানারশিপ গড়েন বাবর আজম ও শোয়েব মালিক। দলীয় ৮৫ রানে কুলদীপ যাদবের বলে বোল্ড হন বাবর আজম। দলের রান যখন ৯৬ তখন কেদার যাদবের বলে মনিশ পান্ডের হাতে ধরা পড়েন সরফরাজ আহমেদ। দলীয় ১০০ রানে রান আউট হন শোয়েব মালিক।

দলের রান যখন ১১০ তখন কেদার যাদবের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন আসিফ আলী। দলীয় ১২১ রানে কেদার যাদবের বলে স্ট্যাম্পিং হন শাদব খান। এরপর ফাহিম আশরাফ ও মোহাম্মদ আমির ৩৭ রানের পার্টনারশিপ গড়েন। ইনিংসের ৪২তম ওভারে জ্যাসপ্রীত বুমরাহর বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ হন ফাহিম আশরাফ। ৪৩তম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে দিনেশ কার্তিকের হাতে ধরা পড়েন হাসান আলী। ৪৪তম ওভারে জ্যাসপ্রীত বুমরাহর বলে বোল্ড হন উসমান খান।

দুই দলই ইতোমধ্যে ‍সুপার ফোর নিশ্চিত করেছে। আজকের ম্যাচের মাধ্যমে নিশ্চিত হবে কারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে ও কারা গ্রুপ রানার্স আপ হবে। আজ ভারত একাদশে ফিরেছেন হার্দিক পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমার। বাদ পড়েছেন খলিল আহমেদ ও শারদুল ঠাকুর।

গত ১৫ সেপ্টেম্বর হংকংকে আট উইকেটে হারিয়েছিল পাকিস্তান। আর গতকাল হংকংকে ২৬ রানে হারায় ভারত। দুই ম্যাচেই হেরে বাদ পড়েছে হংকং। অন্যদিকে, ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ ও আফগানিস্তান। আর বাদ পড়েছে শ্রীলঙ্কা।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০৫৭ঘ.)