ভয়ঙ্কর হয়ে উঠা শেহজাদকে ফেরালেন মাহমুদুল্লাহ

ভয়ঙ্কর হয়ে উঠা শেহজাদকে ফেরালেন মাহমুদুল্লাহ

ঢাকা, ২৩ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : প্রথমবার বোলিংয়ে এসেই উইকেট শিকার করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের ২৫তম ওভারে ‘ভয়ঙ্কর’ শাহজাদকে বোল্ড করে সাজঘরে ফেরালেন তিনি। মোহাম্মদ শাহজাদ করেছেন ৫৩ রান। ওয়ানডেতে এটি তার ১৩তম অর্ধশত। এর আগে ইনিংসের পঞ্চম ওভারে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ বানিয়ে ইহসানুল্লাহকে ফেরান মোস্তাফিজুর রহমান। অষ্টম ওভারে রান আউট হন রহমত শাহ।

এশিয়া কাপে রবিবার সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের দেয়া ২৫০ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২৮ ওভারে ৩ উইকেটে ১০২ রান।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ ৭৪ রান করেন। ওয়ানডে ক্রিকেটে এটি তার ২০তম অর্ধশত। ইমরুল কায়েস ৭২ রান করে অপরাজিত থাকেন। ওয়ানডেতে এটি তার ১৫তম অর্ধশত।

অন্যদের মধ্যে লিটন দাস করেন ৪১ রান। ওয়ানডেতে এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। ৩৩ রান করেন মুশফিকুর রহিম। আফগানিস্তানের বোলারদের মধ্যে মুজিব উর রহমান ১টি, আফতাব আলম ৩টি ও রশীদ খান ১টি করে উইকেট শিকার করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২৩৩৮ঘ.)