আবারো বাংলাদেশের বিপক্ষে সেই আম্পায়ারিং!

আবারো বাংলাদেশের বিপক্ষে সেই আম্পায়ারিং!

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : ভারতের বিপক্ষে আবারও আম্পায়ারের বিমাতাসুলভ আচরণের শিকার হলো বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকে কোনোভাবেই যখন ভারতীয় বোলাররা পরাস্ত করতে পারছিল না। চার-ছক্কার ফুলঝুরিতে সেঞ্চুরি করা লিটন দাসের ওপরই সেই খড়্গ নেমে এল।

৪১তম ওভারের শেষ বলে (কুলদীপ যাদবের) এগিয়ে মারতে চেয়েছিলেন লিটন। রিপ্লাইয়ে দেখা গেছে, প্রথম পর্যায়ে পা ঠিক না থাকলেও ধোনি বল স্ট্যাম্পিং করার আগে নিরাপদে পা ছিল লিটন দাসের।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার লিটন দাসকে আউট ঘোষণা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

এর আগে উদ্বোধনী জুটিতে লিটন-মিরাজ ১২০ রান সংগ্রহ করেন। এরপর ৩১ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় বাংলাদেশ দল।

মিরাজ ৩২ রান করে আউট হলেও দুই অঙ্কের কোটা পার হতে পারেননি ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও মাহমুদউল্লাহ রিয়াদ।

ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির তুলে নিয়েছেন লিটন কুমার দাস। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে অসাধারণ ব্যাটিং করছেন এ ওপেনার।

রবিন্দ্র জাদেজাকে স্কয়ার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে ৩৩ বলে ফিফটি তুলে নেন লিটন। এরপর কেদার যাদবকে লং অনে ঠেলে দিয়ে শতরান পূর্ণ করেন। তার ১০০ রানের ইনিংসটি ৮৭ বলে ১১টি চার ও দুটি ছক্কায় সাজানো।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২১৪৪ঘ.)