অপুর পর মাশরাফির আঘাত

অপুর পর মাশরাফির আঘাত

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : নাজমুল ইসলাম অপুর পর আঘাত হানলেন মাশরাফি বিন মুর্তজা। ইনিংসের অষ্টম ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে আম্বাতি রায়ডুকে ফিরিয়ে দিয়েছেন টাইগার দলপতি। এর আগে বোলিংয়ে এসেই শিখর ধাওয়ানকে ফেরান নাজমুল ইসলাম অপু। ইনিংসের পঞ্চম ওভারে অপুর বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন শিখর ধাওয়ান। ১৪ বল খেলে ১৫ রান করেছেন তিনি।

এশিয়া কাপের ফাইনাল ম্যাচে আজ বাংলাদেশের দেয়া ২২৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১১.২ ওভারে ২ উইকেটে ৫৯ রান।

দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে ২২২ রান সংগ্রহ করে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১২১ রান করেন লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেটে লিটন দাসের এটি প্রথম সেঞ্চুরি।

লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে ১২০ রানের পার্টনারশিপ গড়েন মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ৩২ রানে সাজঘরে ফেরেন মিরাজ। সৌম্য সরকার করেছেন ৩৩ রান। বাকি সব ব্যাটসম্যানের রান দুই অঙ্কের নিচে। ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব ৩টি, কেদার যাদব ২টি, যুজবেন্দ্র চাহাল ১টি ও জ্যাসপ্রীত বুমরাহ ১টি করে উইকেট ১টি করে উইকেট শিকার করেন।

(জাস্ট নিউজ/এমআই/১৪১২ঘ.)