ফুটপাত দখল করে আড়ংয়ের তোরণ!

ফুটপাত দখল করে আড়ংয়ের তোরণ!

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নগরবাসী স্বাচ্ছ্যন্দে চলাচল করতে নিরলস প্রচেষ্ঠা তার। সিলেটবাসীর কাছে ফাটাকেষ্ট হিসেবে পরিচিত তিনি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর ফুটপাত দখলমুক্ত করতে অবিরাম ছুটে চলেন নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে। তার পরও ফুটপাত পুরোপুরি দখলমুক্ত করা সম্ভব হচ্ছেনা। বিভিন্ন নামিদামী প্রতিষ্ঠান ফুটপাত দখল করে বসে আছে।

তেমনি একটি প্রতিষ্ঠান অভিজাত পোশাক শপ আড়ং। নগরীর জেল রোড এলাকায় নতুন ভবনে শো-রুম করেছে প্রতিষ্ঠানটি। আর স্থানান্তরিত হওয়ার পর নিজেদের প্রচারের জন্য দখল করেছে ফুটপাত। যেখানে জনসাধারণ হাটাচলা করার কথা, সেখানে এখন শোভা পাচ্ছে আড়ংয়ের দৃষ্টিনন্দন তোরণ।

সরেজমিনে জেল রোড এলাকায় গিয়ে দেখা যায়, নগরবাসীর চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত দখল করে বসানো হয়েছে দুটি তোরণ। যার ফলে ফুটপাত দিয়ে হাটাচলা করা সম্ভব হচ্ছেনা। ফলে এই এলাকার লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিষয়টি নিয়ে কথা বলতে সিলেট আড়ংয়ের ফোনে (০৮২১ ৭১৩১৫০) বার বার কল দেয়া হলেও কেউ রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা কাউকে ফুটপাত দখলের অনুমতি দেইনি। আমি এখনই লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি।’

এমআই