দাখিল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের টাকা নিয়ে উধাও মাদরাসা সুপার

দাখিল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের টাকা নিয়ে উধাও মাদরাসা সুপার

সুনামগঞ্জে মাদরাসা সুপারের লোভের থাবায় অনিশ্চিত হয়ে পড়েছে ১৩ শিক্ষার্থীর শিক্ষা জীবন। তাদের রেজিস্ট্রেশন ফির টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন দোয়ারাবাজার মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল মুকিত। এতে ওই দাখিল পরীক্ষার্থীদের কারোরই প্রবেশপত্র হয়নি। মাদরাসা সুপারকে বারবার তাগাদা দিলে পরীক্ষা শুরুর দিন পালিয়ে যান তিনি।

সারা দেশে যখন একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, তখন পরীক্ষায় অংশ নিতে পারছে না সুনামগঞ্জের দোয়ারাবাজারের সিদ্দিকিয়া আকবর লতিফিয়া দাখিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থী।

সময়মতো রেজিস্ট্রেশন, নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ; কোনো কিছুতেই কমতি ছিল না তাদের। এরপরও পরীক্ষায় বসতে না পেরে হতাশ ভুক্তভোগী শিক্ষার্থীরা।

অভিযোগের তীর যে মাদ্রাসা সুপারের দিকে, তিনি পরীক্ষা শুরু দিন থেকেই পলাতক।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন তিনি।

নিয়ম অনুযায়ী ভুক্তভোগী শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশন করে পরীক্ষায় বসতে হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেক্ষেত্রে নবম শ্রেণি থেকে শুরু করতে হবে তাদের।