ছাত্রদল নেতা ভিপি মাহবুব কারামুক্ত, জেলগেটে সংবর্ধনা

ছাত্রদল নেতা ভিপি মাহবুব কারামুক্ত, জেলগেটে সংবর্ধনা

সিলেট, ১৬ মে (জাস্ট নিউজ) : ষড়যন্ত্রমূলক মামলায় দীর্ঘদিন কারাবরণ শেষে জামিনে মুক্ত হয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগীয়) মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব।

বুধবার আদালত থেকে সকল মামলায় জামিন নিয়ে বের হন। মুক্তির সময় তাকে কারাফটকে বিশাল ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলগেট থেকে শতাধিক মোটর সাইকেল শোডাউন দিয়ে তাকে মেজরটিলাস্থ তার বাসভবনে নিয়ে যান নেতাকর্মীরা।

জেলগেটে দেয়া ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ, উপদেষ্টা মাহজারুল ইসলাম ডালিম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল ও আবুল কাশেম, সহ ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, জেলা ছাত্রদলের সহ সভাপতি আব্দুল, কামরুজ্জামান দিপু, মহানগর ছাত্রদলের সাবেক আবু আহমেদ আনসারী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, যুগ্ম সম্পাদক আব্দুল হাসিম জাকারিয়া, সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বোরহান আহমদ রাহেল, উসমান গনি, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খন্দকার ফয়েজ আহমদ, আলী আহমদ আলম, রুনু আহমদ, কামাল হোসেন।

সংবর্ধনার জবাবে মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব বলেন- গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দেয়াই আমার অপরাধ। যতই জুলুম নিপীড়ন হোক না কেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে আমাকে দমিয়ে রাখা যাবে না। গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন বহাল রয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। গণতন্ত্রের মাকে কারাগারে রেখে শহীদ জিয়ার সৈনিকেরা ঘরে বসে থাকবে না। তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রীর মুক্তি নিয়ে কোনো টালবাহানা বরদাশত করা হবে না।

(জাস্ট নিউজ/প্রতিনিধি/একে/২২০০ঘ.)