সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, দুই শতাধিক গ্রাম প্লাবিত

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, দুই শতাধিক গ্রাম প্লাবিত

সুনামগঞ্জ, ৫ জুলাই (জাস্ট নিউজ) : পাহাড়ি ঢল আর বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত ৮ উপজেলার দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ওই এলাকার ঘরবাড়িতেও পানি উঠে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন বেশির ভাগ মানুষ।

দোয়ারাবাজার ও ছাতক উপজেলার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুই উপজেলার আমন বীজতলা এবং পুকুরের মাছ ভেসে গেছে। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সবকটি গ্রাম প্লাবিত হয়েছে।

এ ছাড়া ছাতক-সিলেট সড়কে পানি উঠে যাওয়ায় যান চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে।

এদিকে, পানি বাড়তে থাকায় সুনামগঞ্জ শহরের সার্বিক অবস্থার অবনতি হচ্ছে। এখনো তেঘরিয়া, উকিলপাড়া, বড়পাড়া ও নবীনগর সড়কে পানি রয়েছে। তবে ঘরবাড়িতে পানি ওঠেনি।

(জাস্ট নিউজ/এমআই/১১৩৫ঘ.)