পাত্র-পাত্রী খোঁজার মাধ্যম ‘আক্বদ অনলাইন’র যাত্রা শুরু

পাত্র-পাত্রী খোঁজার মাধ্যম ‘আক্বদ অনলাইন’র যাত্রা শুরু

লন্ডন সংবাদদাতা

বিবাহ বন্ধনের মতো একটি মহৎ কাজে পছন্দের পাত্র-পাত্রী মিলিয়ে দিতে যাত্রা শুরু করেছে ‘আক্বদ অনলাইন’।

এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় ভার্চুয়াল উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন ‘আক্বদ অনলাইন’র ডাইরেক্টর ইমাম আবু সাঈদ আনসারী। Aqdonline.co.uk এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইস্ট লন্ডন মাসজিদের ইমাম শাইখ আব্দুল কাইয়ুম।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফিন্সবারী মসজিদের ইমাম শুকরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফিজ আবুল হোসাইন খান, ফ্যামিলি ল’ইয়ার মার্টিন রিয়েল, সাংবাদিক ও কবি ফরিদ আহমদ রেজা, জাস্ট নিউজ বিডি সম্পাদক মুশফিকুল ফজল আনসারী, শাইখ খিদির হুসাইন, ড. আবদুস সালাম আজাদী, গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপার্সন ব্যারিষ্টার আতাউর রহমান, কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, কন্ঠশিল্পী আলাউর রহমান, ব্রন্ডসবাড়ি কলেজের প্রধান শিক্ষক আমজাদ আলী, বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম এবং ইসলামী চিন্তাবিদ ড. আবু হারিসা প্রমূখ।

সভায় বক্তারা ‘আক্বদ অনলাইন’ উদ্যোগের প্রসংশা করেন এবং এর মাধ্যমে কমিউনিটি উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তারা বলেন, বিবাহ জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বর্তমান সময়ে উপযুক্ত পাত্রপাত্রী পাওয়াও একটি কঠিন কাজ। ইমাম আবু সাঈদ আনসারী একটি সওয়াবের কাজে এগিয়ে এসেছেন। এটি নিঃসন্দেহে আমাদের যুবসমাজের চরিত্র গঠন তথা মুসলিম পরিবার গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

বক্তারা আক্বদ অনলাইন এর সাফল্য কামনা করেন এবং এর কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এলকে/