ভোলায় আব্দুর রহিম ও নুরে আলম হত্যার প্রতিবাদে জর্জিয়া স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ভোলায় আব্দুর রহিম ও নুরে আলম হত্যার প্রতিবাদে জর্জিয়া স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাংলাদেশের ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও ছাত্রদলের সভাপতি নুরে আলমকে পুলিশে গুলি করে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুক্তরাষ্ট্রের জর্জিয়া শাখার উদ্যোগ বুধবার (৩ আগস্ট) জর্জিয়ার গ্রীল কিংস হল রুমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ রাহি, পরিচালনা করেন জর্জিয়া স্বেচ্ছাসেবক দল নেতা নূর ভূইয়া।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য, বিএনপি নেতা মাজহারুল ইসলাম ডালিম, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ মুরাদ তালুকদার , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জর্জিয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি জর্জিয়া শাখার সদস্য সচিব মুহাম্মদ রহমান আজাদ, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মিশিগান শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম মোর্শেদ, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুর রউফ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন জর্জিয়া বিএনপির সহ সভাপতি তানবীর আহমদ, জর্জিয়া বিএনপির সহ সভাপতি আরিফ মাহমুদ, জর্জিয়া বিএনপির সহ সভাপতি আলী আলম সোহাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন জর্জিয়া বিএনপির সিনিয়র যুগ্ম সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী খান সজল, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে বক্তব্য রাখেন বিএনপির সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সদস্য সচিব সাইফুল খান হারুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়া বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শওকত প্রধান, জর্জিয়া বিএনপির সদস্য শাহনাজ আহমেদ, শহিদুল ইসলাম তান্ডু, রাসেল খান, আলমগীর হোসেন।

উক্ত প্রতিবাদ সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জর্জিয়া শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা তামিম মতিন, আসাদুজ্জামান টুটুল, ইব্রাহিম মোহন, রাসেল খান, ফারুক আহমদ, কাশেম খান, নাসির পিন্টু, তওহিদ হোসেন, রেজাউল করিম প্রমুখ।

উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জনগণের পক্ষে কথা বললেই আওয়ামী লীগ গুম-খুনের অপরাজনীতিতে মেতে উঠে। ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে কি বীভৎসভাবে হত্যা করা হয়েছে। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকারসহ জনগণের দাবী আদায়ের আন্দোলনে রাস্তায় নেমে আব্দুর রহিম ও নুরে আলমকে শহীদ হতে হলো। শহীদ আব্দুর রহিম ও নুরে আলমের রক্ত বৃথা যাবেনা। ইনশাআল্লাহ অতি শীঘ্রই স্বৈরাচারের পতন হবে।

উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত নেতৃবৃন্দ পুলিশের গুলিতে নিহত ভোলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।