শফিক, মাহমুদুর এবং মিল্টনের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

শফিক, মাহমুদুর এবং মিল্টনের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

যায়যায়দিনের প্রতিষ্ঠাতা সম্পাদক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বিরুদ্ধে আদালতের দেয়া ফরমায়েশি রায়ের প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী পরিবার, যুক্তরাষ্ট্র।

রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।

যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা আবদুস সবুরের সভাপতিত্বে এবং সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ সোলাইমান ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দীন, সাবেক যুগ্ম সম্পাদক মো শাহ আলম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সবুজ, নিউ ইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলি উল্লাহ আতিকুর রহমান, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ, নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক এমলাক হোসেন ফয়সল, হালিশহর বিএনপির সহ সভাপতি মাঈনউদ্দিন মেহেদী, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহ সভাপতি আতিকুল হক আহাদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য নূর আলম, নিউ ইয়র্ক মহানগর বিএনপি উত্তরের যুগ্ম আহবায়ক এ আর মাহবুবুল হক,  বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাশেম, যুবদল নেতা আল মামুন সবুজ, নিউ ইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান কাউসার, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন রাজু, যুগ্ম আহবায়ক রিপন মিয়া, সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম মিরন, সাবেক ছাত্রনেতা মন্জুর মোর্শেদ, নিউ ইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের  সদস্য আবদুল মন্নান হোসেন, ফারদিন রনি, মীর মিজান, যুবনেতা আশরাফুজ্জামান আশরাফ, ব্রুকলীন যুবদলের সাধারন সম্পাদক এনায়েত উল্লাহ, হুমায়ুন কবির, মনির হোসেন, মনি আক্তার, রুবি চৌধুরী, আইরিন পারভীন ও জাফরিন পারভীন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে আদালতের দেয়া ফরমায়েশি রায়ের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতি এবং টাকা পাচারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এফবিআই তদন্ত করতে গিয়ে যখন থলের বিড়াল বের হয়ে আসতেছিল তখন ঐ তদন্তের ঘটনাকে ভিন্নখাতে ঘুড়িয়ে দেয়ার লক্ষ্যে সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান এবং বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের বিরুদ্ধে প্রতিহিংসামূলক, মিথ্যা, কাল্পনিক অপহরণ মামলা দায়ের করা হয় যার সাথে তাদের বিন্দু মাত্রও সম্পর্ক নেই। শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে এই রায় দিয়েছে ক্যাঙ্গারু আদালত। বাংলাদেশের জনগণ যখন একদফার দাবীতে সোচ্চার ঠিক তখনি রাজপথের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে ঘোলা পানিতে মাছ শিকারের ব্যর্থ চেষ্টায় লিপ্ত হয়েছে সরকার।