পশ্চিম তীরে ইসরাইলি হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে ইসরাইলি হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তরাঞ্চলে একটি শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযানে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

আহতদের উদ্ধার করতে গিয়ে ইহুদি বসতি স্থাপনকারীদের পৃথক হামলায় একজন অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এতে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরের উত্তরে নূর শামস শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট শনিবার জানিয়েছে। অবশ্য ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, বৃহস্পতিবার শুরু হওয়া অভিযানে সেনারা ১০ জনকে হত্যা করেছে।

এএফপির খবরে বলা হয়, তাদের সাংবাদিকরা রাস্তায় এবং বাড়িঘরে বিস্ফোরণে নিহতদের মৃতদেহ দেখতে পেয়েছেন। এছাড়া ইসরাইলি ড্রোনগুলো পশ্চিম তীরের এই এলাকায় মাথার ওপর দিয়ে উড়ে চলে এবং ইসরাইলি সেনাবাহিনীর সাঁজোয়া যানগুলো ক্যাম্পের ভেতর দিয়ে যাওয়া আসা করেছে।