৩৬০০ টাকা কেজি দরে বিস্কুট কেনাকে ‘অপচয়’ বললেন মেয়র

৩৬০০ টাকা কেজি দরে বিস্কুট কেনাকে ‘অপচয়’ বললেন মেয়র

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৬০০ টাকা কেজি দরে বিস্কুট কেনার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন মেয়র আতিকুল ইসলাম। এ ধরনের অপচয়ের প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

এ ব্যাপারে গতকাল শনিবার তিনি গণমাধ্যমকে বলেন, জনগণের টাকা কারো অপচয় করার অধিকার নেই। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি খোঁজ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের জন্য তাকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বর মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে মোট সাতবার বিস্কুট কেনা হয়। এর মধ্যে পাঁচবার প্রতি কেজি বিস্কুট কেনা হয় ৩ হাজার ৬০০ টাকায়। বাকি দুবার কেনা বিস্কুটের দাম পড়ে প্রতি কেজি ৩ হাজার ২০০ টাকা। 

কেনাকাটার ভাউচার সংগ্রহ করে দেখা যায়, বিস্কুটগুলো রাজধানীর গুলশান-২ নম্বরের ডিএনসিসি মার্কেটের একটি দোকান থেকে কেনা হয়েছে। তবে কামাল স্ন্যাক্স অ্যান্ড জেনারেল স্টোর নামের ওই দোকানটিতে গিয়ে এত দামের কোনো বিস্কুট পাওয়া যায়নি।

এ ধরনের তথ্য গত শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এরই প্রেক্ষিতে মেয়র আতিকুল ইসলাম সংবাদকর্মীদের কাছে এ ব্যাপারে নিজের অবস্থান জানালেন।