সাংবাদিক কদরুদ্দিন শিশিরের বিরুদ্ধে সরকার এবং উগ্র হিন্দুত্ববাদ সমর্থিত গণমাধ্যমে অপপ্রচার বন্ধের আহ্বান সিপিজের

সাংবাদিক কদরুদ্দিন শিশিরের বিরুদ্ধে সরকার এবং উগ্র হিন্দুত্ববাদ সমর্থিত গণমাধ্যমে অপপ্রচার বন্ধের আহ্বান সিপিজের

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ফ্যাক্ট-চেকবিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশিরের বিরুদ্ধে  বাংলাদেশের সরকার সমর্থিত ও উগ্র হিন্দুত্ববাদী কিছু গণমাধ্যমের অপপ্রচারের নিন্দা জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। একইসঙ্গে অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে সিপিজে বলেছে, সম্প্রতি কদরুদ্দিন শিশিরকে লক্ষ্য করে বাংলাদেশের সরকারপন্থী ও উগ্র হিন্দুত্ববাদী কিছু গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। সিপিজে এর নিন্দা জানাচ্ছে। 

এতে আরও বলা হয়েছে, দৃশ্যত সাংবাদিক হিসেবে শিশিরের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করতেই এই অপপ্রচার চালানো হয়েছে। এমন কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।