অবৈধ সম্পদ অর্জন: তৌফিক ইমরোজের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ ১০ জুন

অবৈধ সম্পদ অর্জন: তৌফিক ইমরোজের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ ১০ জুন

প্রতারণার মাধ্যমে ৪২ কোটি টাকার অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের জন্য আগামী ১০ জুন ধার্য করেছেন আদালত।

রবিবার এ মামলায় চার্জশিট আদালতে উপস্থাপন করা হলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আসসামছ জগলুল হোসেন চার্জশিট গ্রহণের জন্য এ দিন ধার্য করেন। 

দুদকের কোর্ট পরিদর্শক আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেন।

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালের ৩০ জুলাই দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন।