সিলেটে দিশেহারা বানভাসি ৩০ হাজার মানুষ

সিলেটে দিশেহারা বানভাসি ৩০ হাজার মানুষ

উজানের ঢল আর অতি বৃষ্টিপাতে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মানুষ আশ্রয় নিয়েছে নিকটবর্তী উচু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দেয়া হচ্ছে শুকনো খাবার। হঠাৎ এমন পরিস্থিতিতে আসবাবপত্র আর গবাদিপশু নিয়ে দিশেহারা উপজেলার বানভাসি মানুষগুলো।

কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়েছেন। আর ৩৬টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন অন্তত ৫ হাজার মানুষ। তাদেরেক দেয়া হচ্ছে শুকনো খাবার।

এদিকে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে এখনো বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া গত দু’দিনের তুলনায় কুশিয়ারা, সারি ও লোভা নদীর পানি কমলেও এখনো গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ উপজেলার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নীচু এলাকার হাজার হাজার বসত বাড়ি পানিবন্দি রয়েছে।

আর গত ২৪ ঘণ্টায় সিলেটে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আবারও বাড়লে সিলেটের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।