ইতিহাসের এ দিনে : ২৮ জুলাই

ইতিহাসের এ দিনে : ২৮ জুলাই

আজ শিল্পী ফিরোজা বেগমের ৮৮তম জন্মবার্ষিকী।
আজ বিশ্ব হেপাটাইটিস দিবস।
১৬৩৫ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন রবার্ট হুক, তিনি ছিলেন ইংরেজ পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
১৮২১ সালের এ দিনে দক্ষিণ আমেরিকার দেশ পেরু স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।
১৮৭৮ সালের এ দিনে রাশিয়া, জার্মানী, ফ্রান্স, বৃটেন ও অষ্ট্রিয়ার মধ্যে ঐতিহাসিক বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯১৪ সালের এ দিনে প্রথম বিশ্ব যুদ্ধের প্রাক্কালে অষ্ট্রিয়ার সম্রাট সার্বিয়ায় তার পুত্রকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছিলেন।
১৯৩০ সালের এ দিনে ফরিদপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শিল্পী ফিরোজা বেগম জন্মগ্রহণ করেন। তিনি নজরুল সঙ্গীতের সম্রাজ্ঞী নামে খ্যাত ছিলেন।
১৯৫০ সালের এ দিনে তাইওয়ানকে সাহায্য করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রুম্যান।
১৯৫৪ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন হুগো শাভেজ, তিনি ভেনেজুয়েলার কর্নেল, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট।
১৯৬৩ সালের এ দিনে জেনারেল আমিন আল হাফিজ সিরিয়ার প্রেসিডেন্ট হন।
১৯৬৭ সালের এ দিনে পূর্ব চীনের তাঙ্ক শান শহরে সাত দশমিক নয় মাত্রার ভয়াবহ ভুমিকম্প হয়েছিল।
১৯৭৪ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিঙ্নের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়।
১৯৭৬ সালের এ দিনে চীনের টাংশানে ভয়াবহ ভূমিকম্পে আট লক্ষ লোকের প্রাণহানি ঘটে।
১৯৮৮ সালের এ দিনে চীনে প্রচণ্ড ঢলে টক্কর খেয়ে একশো জাহাজডুবি ঘটে।
২০০১ সালেন এ দিনে মৃত্যুবরণ করেন আহমদ ছফা, তিনি ছিলেন বাংলাদেশি লেখক, কবি ও সমাজবিজ্ঞানী।

 

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮১৫ঘ.)