লাল–কালো গাউনে মঞ্চে এলেন রুজা ইগনাতোভা। চারদিকে আলোর রোশনাই। বেজে উঠল অ্যালিসিয়া কিসের ‘গার্ল অন ফায়ার’ গানটি। ইগনাতোভা ঘিরে লন্ডনের ওয়েম্বলি অ্যারেনায় সেই গানে সুরে সুর মেলাল উল্লসিত জনতা। সবাইকে ধন্যবাদ জানালেন তিনি। সেটা ছিল ২০১৬ সালের জুনের ঘটনা। তখন দুনিয়াজুড়ে...