আবুসাঈদ আনসারী মেঘ মেঘে ছেয়ে গেছে আকাশ মনে হচ্ছে আজ করোনাভাইরাসের ভয়ে সারা আকাশটা পরেছে কালো একটা মাস্ক! ব্রেন্টফোর্ডে আজ বৃষ্টি হবে খুব। ওয়েদার ফোরকাস্টে ‘সিরির’ আওয়াজ খুব ক্ষীণ। আজ কবিতা লেখার দিন। আজ কবিতা লেখার দিন। গতো রাতে স্বপ্নের মধ্যে আমাকে কবিতা লেখতে দেখলাম। অনেক বিশাল কবিতা। স্বপ্নে...