সম্প্রতি ক্যামব্রিজ ইন্ডিপেন্ডেন্টে বাংলাদেশি-বংশোদ্ভূত বৃটিশ লেখিকা শাহিদা রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারটি নিয়েছেন আড্রিয়ান পিল। সাক্ষাৎকারটির পরিমার্জিত ভাবানুবাদ তুলে ধরা হলো:১৯৫৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) থেকে আরো উন্নত জীবনের খোঁজে ক্যামব্রিজে বসতি গড়তে যাওয়া প্রথম ব্যক্তিদের একজন ছিলেন...