লন্ডনে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লন্ডনে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্যের উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে লন্ডনের তাড়াতাড়ি রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখা।

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, প্রধান বক্তা যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি'র অন্যতম সদস্য এমএ মালেক, বিশেষ অতিথি আবুল কালাম আজাদ, আলহাজ তৈমুছ আলী, আব্দুল হামিদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, খছরুজ্জামান খছরু, সুনামগন্জ বিএনপির সহসভাপতি আশিকুর রহমান আশিক, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক সালেহ আহমেদ জিলান, কৃষকদলের সভাপতি আমিনুর রহমান আকরাম।

বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির স্বেচ্ছাসেবক বিসয়ক সম্পাদক কামাল মিয়া, জিয়াউর রহমান জিয়া, শেখ সাদেক আহমেদ, আবু সাইদ চৌধুরী শাকিল, সুমাইয়া সালসাবিল প্রমুখ৷

বিশেষ অতিথী হিসেবে উপস্তিত ছিলেন শহীদুল ইসলাম মামুন, সেলিম আহমেদ, সরফরাজ সরফু, জিয়াউল ইসলাম জিয়া, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে দেশনায়ক তারেক রহমানের এই বক্তব্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্যসহ ফ্রান্স ইতালি স্পেন ইউরোপ আমেরিকাতে একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশকে নিয়ে যেতে আন্দোলন-সংগ্রাম করতে বদ্ধপরিকর স্বেচ্ছাসেবকদল পূর্বের ন্যায় আগামীতেও যখন আন্দোলন সংগ্রামের ডাক আসবে আমাদের বিশ্বাস যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকদল আগের মত রাজপথ দখল করে বিশেষ করে যুক্তরাজ্যে সরকারের কোন দুষরদের পেলে উচিৎ শিক্ষা দিতে ভুলবেনা।

প্রধান বক্তা এম এ মালেক বলেন সরকার ৩০০ আসনে ইভিএম চেয়েছিল, কমিশন সমঝোতার মাধ্যমে অর্ধেক আসনে সরকারের সাথে রফা করেছে। এর মাধ্যমে এটাই প্রমাণিত নির্বাচন কমিশন সরকারের হয়েই কাজ করছে। বিএনপি নির্বাচন কমিশন নিয়ে ভাবছে না। সরকার সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া অন্য কিছু বিএনপি চিন্তা করছেনা শেখ হাসিনা আগে সড়তে হবে পড়ে ইলেকশনের কথা আসবে। অনুস্টানে আরো উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি এমদাদ হোসেন, আরিফ আহমেদ, এম এ মতিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নজরুল ইসলাম, শাহ জামাল, আকমল হোসেন, কাজী ফয়ছল, তাজুল আলম কোরেশী রানা, দিলাল আহমেদ, ফয়জুল্লাহ, শোবন আহমেদ, সরওয়ারদী, নিয়াজ আহমেদ, শরাফত হোসেন সহ যুবদল স্বেচ্ছাসেবক দল ও জাসাসের অনেক নেতা কর্মী। সভা শেষে মাওলানা আশিকুর রহমান দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।