গণতন্ত্র জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ: লন্ডনে ভিএফজিবি’র মতবিনিময়ে মুশফিকুল ফজল আনসারী

গণতন্ত্র জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ: লন্ডনে ভিএফজিবি’র মতবিনিময়ে মুশফিকুল ফজল আনসারী

লন্ডন থেকে বিশেষ সংবাদদাতা

অন্ধকার কেটে যাবে সহসাই। আলো আসবেই।গণমানুষের জাগরণ আর আন্তর্জাতিক বিশ্বে গণতন্ত্রের বন্ধুদের দৃঢ় সমর্থনে বিজয়ী হবে গণতন্ত্র, নিপাত যাবে বাংলাদেশে এক যুগেরও বেশ সময় ধরে চলা স্বৈরাচারী শাসন।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের উডেনহাম কমিউনিটি হলে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ (ভিএফজিবি) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ-এর সভাপতি ড. হাসনাত হোসেন এমবিই। আলোচনায় অংশগ্রহণ করেন কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, রাজনীতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মাহিদুর রহমান, ভিএফজিবি বাংলাদেশের প্রতিনিধি জাহাঙ্গীর আলম মিন্টু, ভিএফজিবি মালোয়েশিয়ার প্রতিনিধি মাহবুব আলম শাহ, সাংবাদিক শামসুল আলম লিটন, কাউন্সিলর ওহিদ আহমদ, এবং মেজর ( অব:) সিদ্দিক প্রমুখ।

ওয়াশিংটন ভিত্তিক অধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক মুশফিকুল ফজল আনসারী বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার, সভা-সমাবেশের স্বাধীনতা মানুষের সার্বজনীন অধিকার। এ অধিকার রক্ষায় বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ এমন কি জাপানের মতো দেশও আজ মানুষের এ মৌলিক দাবির প্রতি একাত্ম।

সভাপতির বক্তব্যে ড. হাসনাত হোসেন এমবিই ভিএফজিবি’র কাযর্ক্রম তুলে ধরে বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছে এ সংস্থাটি। গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় আগামী দিনগুলোতে ভিএফজিবি’র ভূমিকা আরো বিস্তৃত হবে বলে জানান বৃটেনের রাজকীয় খেতাব এমবিই প্রাপ্ত এই শিক্ষাবিদ।