বাংলাদেশে অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে ‘গ্রেপ্তার আতঙ্ক’

বাংলাদেশে অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে ‘গ্রেপ্তার আতঙ্ক’

ঢাকা, ১২ আগস্ট (জাস্ট নিউজ) : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ‘গুজব ছড়ানোর’ অভিযোগে ফেসবুক ও টুইটারেরসহ ৪৫টি লিংক-এর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে৷ গ্রেপ্তার করা হয়েছে ফটোসাংবাদিক ড. শহীদুল আলম ও অভিনেত্রী নওশাবাসহ কয়েকজনকে৷

পুলিশের সঙ্গে এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে ছাত্রলীগও৷ তারা ‘গুজব ছড়ানোর' অভিযোগে বেশ কয়েকজন ছাত্রকে ধরে পুলিশে দিয়েছে৷ ছাত্রলীগ দাবি করেছে তারা এরইমধ্যে ৭০০ ফেসবুক আইডি চিহ্নিত করেছে যারা ‘গুজব ছড়ায়'৷ আর এই নিয়ে এখন অনলাইন অ্যাক্টিভিস্ট, ইউটিউবার ও ব্লগারদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে৷

বাংলাদেশের তরুণ ও জনপ্রিয় ইউটিউবারদের একজন নর্থ সাউথ ইউনিভার্সিটির সালমান মোহাম্মদ মুক্তাদির৷ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়৷ পরে অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়৷ সালমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আন্দোলনের সময় আমার ভূমিকা ছিল শান্তি স্থাপন৷ ছাত্ররা পুলিশকে যেন শত্রু না ভাবে৷ আবার পুলিশও যেন ছাত্রদের শত্রু না ভাবে৷ তারপরও আমাকে ৪ আগস্ট রাতে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়৷’’

তিনি বলেন, ‘‘আমরা যাই বলিনা কেন বাক স্বাধীনতাতো পুরোপুরি নাই৷ আমরা যা বলতে চাই তা সবসময় বলতে পারিনা৷’’

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই ইউটিউবার আরো বলেন, ‘‘এখন এক ভয় বা চাপতো রয়েছেই৷ একটা বাধ্যবাধকতার সৃষ্টি হয়েছে৷ শুরুর দিন থেকে সবাই কথা বলেছেন৷ শিল্পীরা কথা বলেছেন৷ সমাজের সবাই কথা বলেছেন৷ তারা হঠাৎ করে এখন চুপ করে গেলেন কেন?’’

সাইফুল বাতেন টিটো একজন অনলাইন এ্যাক্টিভিস্ট এবং লেখক ও ব্লগার৷ তিনি তার ফেসবুকে এবার ছাত্রদের ‘নিরাপদ সড়ক চাই' আন্দোলন নিয়ে লেখালেখি করেছেন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘ভয়ের নানান দিক রয়েছে৷ ফেসবুকের ইনকক্সে আমাকে অনেকে অনেক ধরনের হুমকি দিয়েছেন৷ লেখালেখি বন্ধ করতে বলেছেন৷ পোস্ট সরিয়ে নিতে বলেছেন৷ এখনো এই চাপ অব্যাহত আছে৷’’

তিনি বলেন, ‘‘পুলিশের দিক দিয়েও আমরা আতঙ্কে আছি৷ অনলাইন এ্যাক্টিভিস্ট অপরাজিতা সংগীতা হয়রানির শিকার হয়েছেন৷ বর্তমান পরিস্থিতি নিয়ে যা বলছি তার অনেকটা সরকারের বিরুদ্ধে যায়৷ তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বা ডিজিটাল আইনের ৩২ ধারা কোনোটিই আমাদের জন্য নিরাপদ নয়৷’’

ব্লগার এবং লেখক আইরিন সুলতানা অবশ্য অন্য ধরনের এক ভয়ের কথা ভাবেন৷ তিনি বলেন, ‘‘শিক্ষার্থীদের এই আন্দোলনকে আমরা অভিভাবকরা সঠিকভাবে গাইড করতে পারিনি৷ ফলে আমরা এখানে মারামারির ঘটনা দেখলাম৷ প্রাইভেট ইউনিভার্সিটির ২২ জন ছাত্রকে আটক করা হল৷ রিমান্ডে নেয়া হল৷ তারা কারাগারে গেল৷’’

তিনি বলেন, ‘‘ছাত্রলীগ বা ছাত্রদল বা দুর্বৃত্ত যাই বলিনা কেন তারা একটা অদ্ভূত পরিস্থিতির সৃষ্টি করলো৷ রক্তারক্তি হল৷ ব্লগার এ্যাক্টিভিস্টরা আতঙ্কিত হলেন কিনা তারা চেয়েও বড় ব্যাপার হল এই শিক্ষার্থীরা একটি সরল আন্দোলন শুরু করেছিল৷ একটি প্রয়োজনীয় আন্দোলনে নেমেছিল৷ যা আমরা পারিনি৷ কিন্তু আমরা যার যার জায়গা থেকে সেটাকে নিজেদের স্বার্থে নষ্ট করলাম৷ সংঘাতে নিয়ে গেলাম৷ এটা এই শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে৷ যার ছাপ অনেক গভীরে যাবে৷’’

সোশ্যাল অ্যাক্টিভিস্ট অপরাজিতা সংগীতাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় ৫ অগাস্ট৷ পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাকে ফোন করলেই আমি ডিবি অফিসে যেতাম৷ কিন্তু আমাকে যে আয়োজন করে ধরে নিয়ে যাওয়া হয় তা আমাকে বিব্রত করেছে৷ আমাকে ছেড়ে দেয়ার সময় বলা হয়েছে আমার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি৷ কিন্তু কী অভিযোগ তা বলা হয়নি৷’’

তিনি বলেন, ‘‘আমি নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড করি৷ লেখালেখি করি৷ ছাত্রদের আন্দোলনেও আমার নৈতিক সমর্থন ছিল৷ আমাকে যেভাবে ধরে নেয়া হল তাতে ভয়ের সৃষ্টি হয়৷ আমার বন্ধুদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে৷’’

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘ছাত্রলীগ ফেসবুক আইডি সনাক্ত করছে এটা নিয়ে কোনো মন্তব্য করে চাইনা৷ তবে আমার প্রশ্ন, তারা কি পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না?’’

এদিকে, সাইবার ক্রাইম ইউনিট সূত্র জানা যায়, পুলিশ প্রথমে ২৯টি লিংকের বিরুদ্ধে একটি মামলা করে৷ পরে আরো ১৬টি লিংকের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে৷ এছাড়া আরো চারটি মামলা করা হয়েছে আলাদাভাবে ব্যক্তির বিরুদ্ধে৷ মোটের উপর, গোয়েন্দারা আরো কিছু ফেসবুক পেজ, আইডি এবং লিংক নজরদারিতে রেখেছে৷

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘সামাজিক যোগাযোগ মাধ্যমের সুফলের সঙ্গে কুফলও আছে৷ এর মাধ্যমে গুজব ছড়ানোসহ নানা অপরাধ করা হয়৷ কেউ কেউ আবার না বুঝে উৎসাহী হয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার দেন৷ তাদের আমরা সতর্ক এবং দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি৷

তিনি বলেন, ‘‘যারা টার্গেট নিয়ে উদ্দেশ্যমূলকভাবে একাজ করছেন কাদের কয়েকজনকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়েছে৷ আরো কয়েকজনকে আইনের আওতায় আনার কাজ চলছে৷ তবে যারা এসব কাজে জড়িত নন, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই৷’’ সূত্র: ডয়চে ভেলে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২২০২ঘ.)