ঢাকা দক্ষিণের ১৮ ওয়ার্ডের নির্বাচনও স্থগিত

ঢাকা দক্ষিণের ১৮ ওয়ার্ডের নির্বাচনও স্থগিত

ঢাকা, ১৮ জানুয়ারি (জাস্ট নিউজ) : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত।

বৃহস্পতিবার সকালে এক রিটের শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এই নির্বাচনের সময়সূচি নির্ধারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গতকাল বুধবার সকালে মোজাম্মেল মিয়া নামের একজন ভোটার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮টি ওয়ার্ডের নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে একটি রিট করেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি দক্ষিণ সিটির ১৮টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তবে হাইকোর্টের এই স্থগিতাদেশের কারণে আপাতত এই নির্বাচন হবে না।

গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচনও তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

(জাস্ট নিউজ/জেআর/১৫৩০ঘ.)