কেউ অসুস্থ হলেই দল অচল হয়ে যায় না: এমাজউদ্দীন

কেউ অসুস্থ হলেই দল অচল হয়ে যায় না: এমাজউদ্দীন

ঢাকা, ৪ এপ্রিল (জাস্ট নিউজ) : কোনো দলের দায়িত্বপ্রাপ্ত কেউ অসুস্থ হয়ে পড়লেই দল অচল হয়ে পড়ে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।

বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় ইউথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় অধ্যাপক এমাজউদ্দীন আহমদ এসব কথা বলেন।

এমাজউদ্দীন আহমদ বলেন, যখন কোনো সংগঠন তৈরি হয়, সেই দলের কিছু বিধিবিধান তৈরি করা হয়। একে বলা হয় দলের গঠনতন্ত্র। বিএনপিরও গঠনতন্ত্র আছে। সেখানে প্রথম থেকে দশম ধারা পর্যন্ত উল্লেখ করা আছে, কে কোন ভূমিকা পালন করবে। খুব স্পষ্ট করে লেখা আছে, কেউ অসুস্থ হলে কে কোন ভূমিকা পালন করবে। তাই কেউ অসুস্থ হয়ে গেলে দল অচল হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

এমাজউদ্দীন আহমদ আরো বলেন, বিএনপি একটি বড় সংগঠন। এই দলের চেয়ারপারসন একবার বা দু’বার নয়, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। বিএনপি সবসময় দেশের উন্নয়নে কাজ করেছে। তাই এ দেশে বিএনপির বিকল্প কোনও দল নেই। বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের যে সহানুভূতি রয়েছে, তা দেখে আজ ক্ষমতাসীন দল ভীত হয়ে পড়েছে।

(জাস্ট নিউজ/একে/২০১২ঘ.)