আবাসিক এলাকায় রাতে হর্ন বাজানোয় নিষেধাজ্ঞা

আবাসিক এলাকায় রাতে হর্ন বাজানোয় নিষেধাজ্ঞা

ঢাকা, ১৪ ডিসেম্বর (জাস্ট নিউজ) : রাজধানী ঢাকার আবাসিক ও ভিআইপি এলাকায় রাত ১০টার পর হর্ন বাজানোয় নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এসব এলাকায় গাড়ির গতি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২০ কিলোমিটার।

বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। আদেশে আরো বলা হয়েছে, সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধ করতে হবে। স্কুল, কলেজ, হাসপাতালের পাশ দিয়ে চলার সময় হর্ন বাজানো যাবে না। এছাড়া দেশে হাইড্রোলিক হর্নের উৎপাদন বন্ধেরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে আদেশে।

(জাস্ট নিউজ/ওটি/১৬৪০ঘ.)