প্রাথমিক সমাপনীর ফল ৩০ ডিসেম্বর

প্রাথমিক সমাপনীর ফল ৩০ ডিসেম্বর

ঢাকা, ২১ ডিসেম্বর (জাস্ট নিউজ) : আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়। বৃহস্পতিবার সকালে বিষয়টি তিনি নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই দিন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন।

এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী। তার সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

বাংলাদেশের সাত হাজার ২৬৭টি কেন্দ্রে গত ১৯ থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে পঞ্চম শ্রেণি পড়ুয়া ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

এর আগে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর প্রকাশের সিদ্ধান্ত হয়।

(জাস্ট নিউজ/একে/২০১৮ঘ.)