কোটা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁনকে ‌‘ছাত্রবন্ধু’ উপাধি

কোটা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁনকে ‌‘ছাত্রবন্ধু’ উপাধি

ঢাকা, ১১ মে (জাস্ট নিউজ) : কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁনকে ‌‘ছাত্রবন্ধু’ উপাধি দেয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সমর্থক ও কবি নজরুল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মনিরুল ইসলাম ফরাজী তাকে ‘ছাত্রবন্ধু’ উপাধিতে ভুষিত করেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কোটা সংস্কার আন্দোলনকারীদের গ্রুপে ‘কোটা সংস্কার চাই (সকল ধরনের চাকরির জন্য)’ রাশেদ খাঁনকে ‌‘ছাত্রবন্ধু’ উপাধি দিয়ে পোস্ট করেন মনিরুল ইসলাম।

তিনি ফেসবুক গ্রুপে লিখেছেন, ‘আমি রাশেদ ভাইয়ের যোগ্যতা, মেধা, সাহস, ন্যায়পরায়ণতা, এবং নেতৃত্বের গুনাবলীসহ সবকিছু বিবেচনা করে তাকে ‘ছাত্রবন্ধু’ উপাধিতে ভুষিত করলাম।’ তার এই পোস্টে ২২ হাজার শিক্ষার্থী লাইক কমেন্ট করে সমর্থন করেছেন।

 (জাস্ট নিউজ/একে/২৩৪০ঘ.)