১০ টাকায় চা-সিঙ্গারা-সমুচা-চপ ঢাবির গর্ব: উপাচার্য

১০ টাকায় চা-সিঙ্গারা-সমুচা-চপ ঢাবির গর্ব: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছেন, পৃথিবীর ইতিহাসে কোথাও পাবে না দশ টাকায় এক কাপ চা, একটা সিঙ্গারা, একটা চপ এবং একটি সমুচা। বাংলাদেশে এটা পাওয়া যায়। এটি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, তাহলে এটা গিনেস বুকে রেকর্ড হবে।

রবিবার টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, দশ টাকায় গরম পানিও তো পাওয়া যাবে না রাস্তায়। অথচ দশ টাকায় এক চা, একটা সিঙ্গারা, একটা সমুচা এবং একটা চপ এগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে (টিএসসি)। এটি আমাদের গর্ব, এটি আমাদের ঐতিহ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল। অনেকেই এমন বক্তব্যের সমালোচনা করেছেন। কেউ কেউ সমর্থনও করেছেন।

এমআই