জাবির প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা

জাবির প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দিয়েছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর।’ অধিকতর উন্নয়ন প্রকল্পে অপরিকল্পিত মহাপরিকল্পনা, ছাত্রলীগকে দুই কোটি টাকা দেয়াসহ ভিসি ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের দাবিতে আগামীকাল এ কর্মসূচি পালন করবে আন্দোলনকারীরা।

সোমবার অবরোধের সমর্থনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান। মিছিলটি সমাজ বিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন কলা ভবন ঘুরে পুরাতন প্রশাসনিক ভবনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পুর সঞ্চালনায় দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, বর্তমান ভিসি ২০২২ সালকে কেন্দ্র করে অপরিকল্পিত পরিকল্পনাকে উন্নয়ন বলে চালিয়ে দিতে চান। যেন তার সময়ে উন্নয়নের টাকা লুটপাট করে খাওয়া যায়। ফলে প্রশাসন স্বেচ্ছাচারি দুর্নীতিপরায়ণ হয়ে ওঠেছে। ছাত্রলীগকে দুই কোটি টাকা দেয়ার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালে তিনি লুকোচুরির আশ্রয় নেন।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, আমরা অপরিকল্পনার কথা বলি, প্রশাসন বলে আমরা দুষ্কৃতিকারী, ছাত্রলীগের টাকা কেলেঙ্কারির বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই, প্রশাসন বলে আমরা পরিকল্পনা বিরোধী। হুঁশিয়ারি দিয়ে জোট সভাপতি বলেন, শিগগিরই আমাদের দাবি মেনে নেন, নতুবা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি মাহাথির মোহাম্মদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমান, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের কার্যকরি সদস্য মিখা পিরিগুয়ে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক রেজাউল করিম তালুকদার, দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দীন, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন জয়, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুস্মিতা মরিয়ম প্রমুখ।

এমজে/